দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে আসানসোলের কুলটির চবকা অঞ্চলের যৌনপল্লীতে এই বার নিয়ে পঞ্চমবার দুর্গাপুজোর আয়োজন হতে চলেছে!! এই পুজোর প্রধান বৈশিষ্ট হলো যৌনকর্মীরাই এই পুজোর মূল উদ্যোক্তা!!দুর্বার মহিলা সমিতির অন্যতম সদস্য কানাই হাজরা জানিয়েছেন, হিন্দুধর্মের প্রধান উৎসব দুর্গাপুজোয় এই অঞ্চলের যৌনকর্মীরা ব্রাত্য হয়েই থেকে যেতেন!! তাদের কোনো মণ্ডপে পুজো দেওয়ারও অধিকার দেওয়া হতোনা!!বিষয়টি লক্ষ্য করে যৌনপল্লীর যৌনকর্মীদের নিয়েই এখানে বিগত পাঁচ বছর ধরে পুজোর আয়োজন করা হচ্ছে!!এই বছর এই পুজোর থিম হিসাবে রয়েছে ‘ আমাদেরি মাটি,আমাদেরই মুখ’!! বাজেট আপাত ভাবে নির্ধারণ করা হয়েছে তিন লাখ টাকা!!তবে সরকারি ভাবে রাজ্য সরকারের কাছ থেকে ৭০০০০ টাকার সহযোগিতা পাওয়ায় এই পুজোর আয়োজনে অনেকটাই সুবিধা হবে বলে যানান পুজো উদ্যোক্তারা । যেখানে পুজোর চারদিন যৌনকর্মীরা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে আনন্দ উপভোগ করবে!! তবে এই পুজোয় যৌন পল্লীর আসে পাশের স্থানীয় মানুষেরাও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন!!পুজোয় যৌনকর্মী রা ও তাঁদের বাচ্চারা পুজোর কটা দিন আনান্দ করে কাটাই বলে যানান!!
রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন।
রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৩ জন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয়...