বন্ধ শিল্পের জমিতে শিল্প তৈরি করার দাবি তুলে নোয়াপাড়া থানার সামনে বিক্ষোভ উত্তর ২৪ পরগনা জেলা CITU নেতৃত্বের।যার নেতৃত্বে ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়।বুধবার সন্ধ্যায় নোয়াপাড়া থানার সামনে তাদের এই বিক্ষোভে নোয়াপাড়া থানার পুলিশের বাধার মুখোমুখি হতে হয়। এরপর পুলিশের সঙ্গে চলে বাগ বিতন্ডা। পুলিশের অনুমতি ছাড়া তাদের এই বিক্ষোভ চলায় পুলিশের এই বাধা। এরপর নোয়াপাড়া থানার পুলিশ একটু দূরে গিয়ে তাদের আন্দোলন চালানোর কথা জানালে তারা কিছুটা সরে গিয়ে তাদের আন্দোলন চালিয়ে যায়। তাদের বক্তব্য নোয়াপাড়া থানার সামনেই ডানবার কটন মিল দীর্ঘদিন ধরে বন্ধ। আর সেই বন্ধ কারখানায় জমিতে আবাসন তৈরি হচ্ছে। অন্যদিকে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেই শিল্পের জমিও বিক্রি করার চক্রান্ত চলছে। এমনই অভিযোগ তোলা হয়। তাদের এই আন্দোলনে কাজ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে।
রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন।
রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৩ জন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয়...