জেল হেফাজতের শেষে আজ জীবনকৃষ্ণ সাহা মোট ৮ জনকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়।
কোর্ট লক আপ থেকে বেরোনোর প্রসন্ন রায়ের জামিন নিয়ে প্রশ্ন করা হলে জীবন কৃষ্ণ সাহা বলেন সত্যের জয় হয়েছে। অনারেবল সুপ্রিম কোর্ট তদন্তের একটি গতি বলে দিয়েছেন, সেইমতো তদন্ত শেষ করতে হবে, দেখবেন সবাই বেল পাবে।
জীবন কৃষ্ণ সাহা সহ মোট ৮ জনকে 6 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত।