মেয়র: দুতিন কাঠা জমির নিয়ে নির্দেশিকা দেওয়া হলেও সেটা হচ্ছে না। এল বি এস রা নিজেই কিছু জানে না। দুই একজন এল বি এস মানুষ কে বিভ্রান্ত করছে। নিশ্চিত ভাবে যারা কাজ করে তারাই ভুল করে। পরিবেশ বিভাগে লোকজনের অভাব রয়েছে। শহরে অনেক জায়গায় হোর্ডিং রয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে অভিযানে নামবে কলকাতা পৌর সংস্থার কর্মীরা। সবাই কে সমস্ত বাঁশ খুলে নিতে হবে নাহলে সেটা বাজীয়াপ্ত করা হবে বলে জানান মেয়র। তিনি বলেন যে পরিবেশ রক্ষায় মিস্ট ক্যানন চালু করতে হবে। তবে একজন আধিকারিক জানান যে গ্রীন ট্রাইব্যুনাল থেকে মিস্ট ক্যানন বন্ধ রাখতে হবে। মেয়র বলেন যে জায়গায় এয়ার কোয়ালিটি খুব খারাপ সেখানে মিস্ট ক্যানন চালাতে হবে। মেয়র জানান যে এখনই বেঙ্গল গ্যাস কে ডাকুন আমি কথা বলব বলে জানান মেয়র। তিনি বললেন যে আমাদের ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা বাড়াতে হবে। এছাড়া মিস্ট ক্যানন চালু করতে হবে। মেয়র বলেন কবে আপনারা কাজ করবেন তখন আমি থাকব না। যা করার এই পাঁচ বছরের মধ্যে করে নিয়ে হবে। তাহলে কি ফিরহাদ আর মেয়র থাকবেন না। সেই ইঙ্গিত দিলেন কি প্রশ্ন উঠছে।
সব ঘাট আমাদের নিরীক্ষা হয়ে গেছে। কলকাতার ১৫০ এবং কে এম ডি এ ৪২ টি ঘাট রয়েছে। মোট ২০০ ঘাটে ছট পূজো ব্যবস্থাপনা করা হয়েছে। সব ঘাট পরিষ্কার হয়েছে। বেঙ্গল লম্পিয়ের একটা ঘাট নিয়ে সমস্যা হয়েছিল।
মালদা একটা রাস্তায় খারাপের জন্য একজন মৃত্যু হয়েছে। অবিলম্বে জেলা শাসক কে এটা দেখা উচিত। ই ডি কি করছে সেটা আমাদের দেখার নেই। তারা যা করছে সেটা তারা দেখবে।
২৯ নভেম্বর বিজেপি সভা নিয়ে বলেন অমিত শাহ কাজ না হলে আসবেন। যা করুক বিজেপির বাংলায় স্থান নেই। বঞ্চনা আমরা করছি না কেন্দ্র করছে। ১০০ দিনের টাকা অবসানের টাকা দিচ্ছ না। তার জবাব কি দেবেন অমিত শাহ। পেয়ে তলায় মাটি নেই শুধু অমিত করলে নির্বাচন জিতবে বিজেপি।
অভিষেক রাহুলের সঙ্গে দেখা করছে তার মাথা ব্যাথা কেন। তিনি কি ইন্ডিয়া জোট কে ভাঙ্গার চেষ্টা করছেন। তিনি কি মীরজাফরের কাজ করছেন
বিজেপি মরা ধরা রাজনীতি করছে। কেউ এমনই হয় তো মারা গেছে। তার তদন্ত হচ্ছে। যেকোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বিজেপির আন্দোলনের পথ পাচ্ছে না তাই মরা ধরছে বিজেপি বললেন ফিরহাদ হাকিম।
জয়নগর নিয়ে বলেন গণপিটুনি টে কে কে অংশীদার সেটা ধরা খুব মুস্কিল। আমাদের নেতা মারা গেছে। সেটা থেকে মুখ ফিরিয়ে দেওয়ার চেষ্টা। সিপিএম খুন করেছে সেটা প্রমাণ হয়ে গেছে। বাংলায় খুনের রাজনীতি হবে না । আগে সিপিএম খুন করেছে। এখনো খুনের রাজনীতি করছে। আর একটা নতুন রাজনীতিক দল ও খুনের রাজনীতি করছে বলে আই এস এফের দিকে ইঙ্গিত করে বলেন মেয়র ফিরহাদ হাকিম।