ফের বোমা উদ্ধার হল বীরভূমে। রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ সাত্তোর .
ফের বোমা উদ্ধার হল বীরভূমে। রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ সাত্তোর পঞ্চায়েতের মহুলা গ্রামে মাঠের মধ্যে পোতা অবস্থায় এই বোমা ও বোমা তৈরির মসলা উদ্ধার করে। মহুলা গ্রামের প্রান্তে মাঠে মাটির মধ্যে বস্তার ভিতর সেগুলি পুঁতে রাখা ছিল। আনুমানিক ৪০-৪৫ টি বোমা উদ্ধার হয়েছে। আপাতত এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কে বা কারা এই বোমা কেনো মজুদ করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।