আজ সাংবাদিকদের মুখোমুখি আক্রমনাত্মক সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন তিনি নির্দোষ। আমরাও বলছি ঠিকই তো বলেছেন। তিনি তো আগেই বলেছেন যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের নির্দেশে করেছেন।
পশুর খাদ্য চুরি করে লালু প্রসাদ যাদব কে জেলে যেতে হয়েছিল। আর শিশুর খাদ্য চুরি করার জন্য এরাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হবে না কেন? তৃণমূল নেতারা বোঝানোর চেষ্টা করছেন যেন সব দুর্নীতি আগে হয়েছে। মমতার আমলে এখন কোন দুর্নীতি হয়নি। মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন সেভাবেই নেতাদের বলতে হচ্ছে। দুর্নীতি নিয়ে মুখ খোলার ক্ষমতা কারো আছে নাকি ওই দলে।আক্রমনের সুর চড়িয়ে তিনি আরো বলেন ওরা বলছে নতুন তৃণমূল আর আমরা বলছি লুঠের তৃণমূল। বিজেপি প্রসঙ্গে তিনি বলেন বিজেপির নেতাদের বিরুদ্ধে সিবিআই নীরব কেন। আমাদের প্রশ্ন সিআইডিকে দিয়ে কেন তদন্ত করাচ্ছেন না মুখ্যমন্ত্রী?
তদন্ত তাড়াতাড়ি হোক সবাই চায়। কিন্তু তদন্ত ধামাচাপা দিতে যা যা করা হচ্ছে তাও তো সকলে দেখছে। তিন বলেন তৃণমুলের দুর্নীতি মানে পেঁয়াজের খোসায় খোসায় দূর্নীতি।