সন্দেশখালি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে পাশাপাশি তিনি বলেন আমরা গৃহবন্দী ও সামাজিক হেনস্থার শিকার রেশন দুর্নীতিতে শেখ শাহজাহান যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সাজা পাক না হলে তাকে ক্লিনচিট দেয়া হোক রীতিমতো আতঙ্কিত পরিবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে শেখ শাহজাহানের তিনটি জায়গায় সিসিটিভি বসানো হয়েছে এক তার আকুঞ্জি পাড়ার বাড়িতে সরবেড়িয়া ও ধামাখালি রোডের বাগদী পাড়া ভাটায় এছাড়া কলকাতা বাসন্তী হাই এর সরবাড়িয়া মাছের আড়তে সিসিটিভি বসানো হয়েছে। মোট নটা সিসিটিভি বসানো হয়েছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে দিন রাত্রি পুলিশে তাহলে বেড়েছে এবং তারা নজরদারির মধ্যে রয়েছেন বলে জানালেন তৃণমূলের যুবনেতা শেখ আলমগীর শাহজাহানের ভাই।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...