বীরভূম:- রাত পেরোলেই বীরভূম জেলার বীরভূম সহ বোলপুর লোসভা কেন্দ্রে নির্বাচন। চুড়ান্ত ব্যস্ততা ৪২নং লোকসভা বীরভূম কেন্দ্রের সিউড়ি LC কলেজ সহ রামপুরহাট কলেজে DCRC কেন্দ্রে ।
সকাল থেকে ভোটকর্মীরা ভোটের সরজ্ঞামপত্র বুঝে নিয়ে একে একে রওনা দিচ্ছেন নিরাপত্তারক্ষীদের সাথে নিয়ে নির্দিষ্ট ভোটগ্রহন কেন্দ্রে। বীরভূম লোকসভায় এবারে মোট ১২জন প্রার্থী থাকলেও লড়াই মূলত ত্রিমুখী তৃণমূলের শতাব্দী রায়,বিজেপির দেবতনু ভট্টাচার্য ও অপর দিকে বাম কংগ্রেসের জোট মিল্টন রশিদের। আগামিকাল সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৬টা অবধি ভোটগ্রহন হবে বীরভূম কেন্দ্রের মোট ১৯৪৩বুথে ,মোট ১৩১ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী থাকছে সাথে ৬১৭২জন রাজ্য পুলিশ থাকছে বলে জানা গেছে।পরিসংখ্যান অনু্যায়ী বীরভূম কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৯,৩৪,০১৪জন অন্যদিকে নির্বাচনকালে ৯৪টি নাকা পয়েন্ট করা হয়েছে সাথে ৪০৭টি বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে ধরে বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন।
বীরভূম লোকসভার মুরারই নলহাটি হাঁসন রামপুরহাট সাঁইথিয়া সিউড়ি ও দুবরাজপুর বিধানসভা এলাকায় ১৯৪৩টি বুথে থাকছে ক্যামেরা ও ওয়েবকাষ্টিং এর ব্যবস্থা। খোলা হয়েছে কন্ট্রোল রুম, সাধারন পর্যবেক্ষকের দায়িত্বে থাকছে টি রবিকান্ত, পুলিশ পর্যবেক্ষক থাকছে বিজয় সিং । সুষ্ঠ অবাধ নির্বাচন করতে মরিয়া চেষ্টা কমিশনের , নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে জোন হিসেবে ভাগ করে থাকছে QRT টিম । অন্যদিকে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে কড়া নিরাপত্তায় জেলার সীমান্ত এলাকা।