উল্লেখ্য উলুবেড়িয়া উত্তর বিধানসভা এলাকার চন্দ্রপুরের প্রায় ৬৭ পরিবারের সদস্যরা মঙ্গলবার মিছিল করে গিয়ে হাওড়া জেলা শাসকের কাছে তাঁদের দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়ার পর অবশেষে ঘরে ফিরলো ঘরছাড়ারা।তবে যে সব মানুষের নাম আদালতে নথিভুক্ত নেই তারা বৃহস্পতিবার ঘরে ফিরতে পারে নি।
ঘরছাড়াদের অভিযোগ তৃণমূল কংগ্রেস দলের হয়ে কাজ করলেও এলাকার বিধায়ক নির্মলমাঝির অনুগামীরা এলাকায় অনৈতিক কাজকর্মে লিপ্ত। সেই অনৈতিক কাজের প্রতিবাদ করা ও বাধা দেওয়ায় প্রতিবাদকারীদের এলাকা ছাড়া করে রাখা হয়েছিল এতদিন ।দলের বিভিন্ন স্তরের নেতাদের কাছে জানালে ও কোন ফল হয়ে ছিল না । শেষমেষ আদালতের দ্বারস্থ হয় তারা। উল্লেখ্য আদালতের নির্দেশ পেয়ে একবার বাড়ি ফিরলেও আবার অত্যাচারের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল শতাধিক মানুষ। এই প্রসঙ্গে আমতা থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। বৃহস্পতিবার পুলিশী নিরাপত্তায় চন্দ্রপুরে পৌঁছয় ওই পরিবার গুলি।তবে এদিন বেশ কিছু মানুষ ফিরতে পারে নি।তাদের বিষয়টি ও খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ।