আসন্ন লোকসভা নির্বাচনের শেষ দফায় নির্বাচন পয়লা জুন। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রচার করছেন। একই রকম ভাবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা গেল দক্ষিণ দমদমের ১৫ নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ডে। প্রায় ২০০ টোটো নিয়ে এই মিছিল হয়।
এই দু ওয়ার্ডের একাধিক জায়গায় প্রার্থীকে বরণ করতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের, উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক ব্রাত্য বসুও। 15 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।। গ্রীষ্মের দাবদাহে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। সেই কারণে টোটোর ব্যবস্থা করা হয়েছিল। প্রচারে ছিল একাধিক অভিনব ব্যবস্থা, প্রচারের ফাঁকে দেখা গেল সৌগত রায় কে পথ চলতি মানুষের হাতে ঠান্ডা পানিও তুলে দিতে।