জলপাইগুড়ি লোকসভার বিজেপি প্রার্থী,ডাঃ জয়ন্ত কুমার রায়ের সমর্থনে জলপাইগুড়ির মাল-এ “বিজয় সংকল্প” বিশাল সভায় উপস্থিত হয়ে গোটা উত্তরবঙ্গের প্রতি পিসি-ভাইপো তোলামূল সরকারের বঞ্চনা , চা শ্রমিকদের প্রতি বঞ্চনা , সর্বস্তরে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল (সিএএ) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়র মিথ্যাবাদীর দ্বারা মিথ্যা প্রচার ,সন্দেশখালি কাণ্ডে মা দিদি বোনেদের ওপর তৃনমূলের দুষ্কৃতীদের সীমাহীন অত্যাচার,জমি লুঠ,ভোট লুঠ গনতন্ত্র হত্যা, সন্দেশখালির কাদায় ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-এর ওপর তোলামূল দুষ্কৃতীদের হামলার কথা স্মরণ করিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে সর্বস্তরে সীমাহীন দুর্নীতি , কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কোটি কোটি টাকা নয় ছয় করা, লাগামহীন সন্ত্রাস , বিরোধীদের কণ্ঠরোধ, আইনশৃঙ্খলার চরম অবনতি ও তৃনমূলের দুর্নীতিপূর্ন শাসনে বাংলা জুড়ে শুধু বেকারত্ব, কর্মসংস্থান ও বঞ্চনার কথা স্মরণ করিয়ে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক, সাধারণ মানুষ ও মাতৃশক্তিদের উপস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে “আবার একবার মোদী সরকার” গড়ার আহ্বান জানিয়ে স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তোষণবাদী ,নারী নির্যাতনকারী , কৃষক বিরোধী “চোর মমতা” সরকারের উৎখাতের ডাক দিয়ে উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচারে মোদী ঝড় তুললেন সনাতনের সেবক, জনপ্রিয় জননেতা, তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...