উত্তরপাড়া বিধানসভার কোন্নগর চটকলে হিন্দি ভাষী এলাকার ভোট প্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বলেন,মোদি বলেছিল দু কোটি বেকারের চাকরি হবে তা হয়নি।
লক্ষীর ভান্ডার দিচ্ছে,রেশন দিচ্ছে দিদি তাই দিদিকেই ভোট দেওয়ার আবেদন করলেন কল্যান বন্দ্যোপাধ্যায়।
হুডখোলা গাড়িতে এদিন সকাল সকাল প্রচারে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্মীর ভান্ডার কে দিচ্ছে বিনা পয়সায় রেশন কে দিচ্ছে তা বলার সময় এক বৃদ্ধা বলেন তিনি কোনো ভাতা পাননা।তাকে থামিয়ে দিয়ে তৃনমূল প্রার্থী বলে চলেন লক্ষীর ভান্ডারের টাকা দ্বিগুন হয়েছে।
কেন তাকেই মানে তৃনমূলকে ভোট দিতে হবে।
কল্যাণ বলেন,দেশের সব থেকে বড় অভিনেতা অমিতাভ বচ্চন,শাহরুখ খান, সালমান খান নন সবথেকে বড় অভিনেতা হলেন নরেন্দ্র মোদি।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছেন তখন তার পিছনে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিককে।
কোন্নগর চটকল এলাকার বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধা সন্ধ্যা দাশগুপ্ত বলেন,আমি জানাচ্ছিলাম বিধবা ভাতা পায়নি বার্ধক্য বাতাও পাই না।অথচ আবেদন করেছি অনেকবার।আমরা ভোট দিই আমরা তো চাইতেই পারি।যদিও তার কথা না শুনেই প্রচার মিছিল এগিয়ে যায় অনেক দূর।।।।