তমলুক
গত বাইশে মার্চ তমলুক লোকসভা কে কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ওয়্যার রুমের নিচে একটি সাপ দেখতে পাওয়া যায়। এরপরেই দেবাংশু ভট্টাচার্যের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যেখানেই তাকে বলতে শোনা যায় প্রাক্তন বিচারপতি তার সিঁড়ির নিচে এসে রয়েছেন। শুরু হয় বিতর্ক। প্রায় ১৬ দিন পরে ফের বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি। মহিষাদল এর একটি জনসভায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন যে কারণে বলেছিলেন আমি কেউটে বা গোখরো আমি বলেছিলাম প্রয়োজনে আমি চন্দ্রবড়াও হতে পারি,যারা অন্যায় করছেন তারা সাবধান, অন্যায় করলে বাঁচবেন না।যে বাচ্চা ছেলেটি এখানের তৃণমূল প্রার্থী হয়েছে সিঁড়ির নিচে একটা সামান্য জলধড়া সাপ দেখিয়ে বলেছিলো এই হচ্ছে অভিজিৎ গাঙ্গুলী,এরা আগে যোগ্য হয়ে উঠুক তারপর এদের কথার উত্তর দেওয়া যাবে। বিজেপি প্রার্থীর কথার পরিপ্রেক্ষিতে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন একজন প্রাক্তন বিচারপতি নিজেকে খিল্লির জায়গায় নামিয়ে এনেছে,আমি বাচ্চা ছেলে আর উনি আমার দাদু,দাদু নাতির লড়াইতে আপনারা রেডি বলবেন আমরা দৌড়োবো।অভিজিৎ গাঙ্গুলী নিজেকে কার্টুন ক্যারেক্টার এর জায়গায় নামিয়ে আনছেন,উনি চন্দ্রবড়া হলে আমি সাপুড়ে, আমার পকেট এ কার্বোলিক অ্যাসিড আছে। সব মিলিয়ে সাপ বিতর্কে ফের সরগরম তমলুক লোকসভা কেন্দ্র।