বারাসত: মুখ্যমন্ত্রীর হাতে আর রাজ্যের নিয়ন্ত্রণ নেই। প্রশাসনিক নিয়ন্ত্রণ চলে গিয়েছে দুষ্কৃতীদের হাতে। সোমবার মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
সন্দেশখালিতে বোমা উদ্ধার ও রেজিনগরে বিস্ফোরণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন এদিন বলেন, ‘মুখ্যমন্ত্রীর হাতে এখন আর রাজ্যের কোন নিয়ন্ত্রণ নেই। সমস্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ চলে গিয়েছে দুষ্কৃতীদের হাতে। সন্দেশখালিতে বোমা উদ্ধার হচ্ছে। রেজিনগরে বিস্ফোরণ হচ্ছে। আর মুখ্যমন্ত্রী বলেছেন কালী পটাকা ফাটলে রাজ্যে এনইএ আসছে। বাংলা আসলে বোমার স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত।’
সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলায় রাজ্যের আবেদন তিন মাস স্থগিত প্রসঙ্গে এদিন অর্জুন বলেন, ‘রাজ্যের জনগণের করের টাকায় মুখ্যমন্ত্রী চোর, গুন্ডা, দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে শেখ শাহজাহানের মতো গুন্ডা, ডাকাত, চোর ও দুষ্কৃতীদের বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে।’
এদিন অর্জুন মনোনয়ন জমা দিতে আসার পথে পুলিশ বিভিন্ন জায়গায় তাঁকে আটকানোর চেষ্টা করেছেন বলে অর্জুন অভিযোগ করেছেন।