বুধবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের প্রকাশিত ম্যানুফেস্টো তুলে ধরে অবিজেপি দলগুলোকে এমন ভাবে আক্রমণ শোনালেন শান্তনু ঠাকুর। একই সঙ্গে তিনি বলেন দশ বছরে ভিত তৈরি হয়েছে। আগামীতে এমন বিল্ডিং তৈরি হবে যাকে গোটা বিশ্ব দেখবে। কংগ্রেস এবং তৃণমূল বলে আলাদা কিছু নেই। তৃণমূল এবং কংগ্রেস শোষণের রাজনীতি করছে।
আদালতের নির্দেশে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ সম্পূর্ণ বাতিল হয়েছে। আন্দোলনে নেমেছেন চাকরি হারারা। তাদের প্রতি কেন সহানুভূতি দেখাবো? প্রশ্ন তুলে শান্তনু বলেন দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তুলবো, এটাই আমাদের টার্গেট। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আপনারা কেন টাকা দিয়ে চাকরি নিয়েছেন। আপনার যোগ্যতা দেখেই চাকরি হওয়ার কথা। বাগদা মামা ভাগ্নেয় বহু মানুষের চাকরি যাওয়া প্রসঙ্গে শান্তনু বলেন, আমরা সম্পূর্ণ বিষয়টি জানি। মানুষ এর প্রভাব মানুষ দেবেন। শুধু রাজনীতির জন্য কোন নীতি প্রয়োগ করতে হবে এটা আমরা দেখি না। মানুষের জন্য বিজেপি কাজ করে এসেছে, আগামী দিনেও করবে। তাতে আমাদের কতটা লাভ বা ক্ষতি হলো সেটা আমরা দেখিন না। আমাদের যেটা রাষ্ট্রনীতি সেখানে আমরা অনর থাকবো।
শান্তনু ঠাকুর মনে করেন, অবৈধ নিয়োগের চাকরি বাতিল হওয়া তাদের পক্ষে ভোটে লাভের।