তমলুক :: ২০২১ সালে শহীদ মাতঙ্গিনী ব্লকের ৭ তৃণমূল নেতাকে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করেছিল শাসক দল তৃণমূল। তাদের একটাই অপরাধ তৎকালীন শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি দিবাকর জানা ওরফে লালু ঘনিষ্ঠ ছিল ওই সাত তৃণমূল নেতা। সেই সময় সদ্য শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। দিবাকর জানা শুভেন্দু অধিকারীর পথ অনুসরণ করেছিলেন, ওই সাত নেতাও দিবাকর জানার সাথে যুক্ত সন্দেহে দল থেকে তাদের সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। অপরদিকে বিষ্ণুবাড় ২ অঞ্চলের অশোক গোস্বামি কে গত পঞ্চায়েত ভোটের আগে সাসপেন্ড করা হয়েছিল, অশোক গোস্বামী পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে বিজেপিকে সাহায্য করেছিলেন এমন অভিযোগে থাকে বরখাস্ত করা হয়েছিল সাময়িকভাবে। এবার এই আর্ট নেতা কে পুনরায় দলে ফিরিয়ে নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সহ তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি। সম্প্রতি উত্তরবঙ্গে এক সভা থেকে অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন দলীয় কোন দল মিটিয়ে লোকসভা ভোটে এক হয়ে লড়ার জন্য। এবার সেই সেই পথেই হাঁটলেন তমলুক বিধানসভার বিধায়ক। সৌমেন কুমার মহাপাত্র জানান উচ্চ নেতৃত্বে নির্দেশেই তাদের দলে ফেরানো হলো
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...