ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে হারাতে গেলে দম লাগে। এটা আগেই বোঝা উচিত ছিল আই এস এফ এর নেতা তথা একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর।
ডায়মন্ড হারবারে বিগত দিনে মানুষের স্বার্থে যে উন্নয়নমূলক কাজ করেছে অভিষেক। যে পরিমাণ উন্নয়ন হয়েছে সমগ্র ডায়মন্ড হারবার জুড়ে। তার জন্য ডায়মন্ড হারবারের মানুষ যথেষ্ট খুশি। সেই কারণেই এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে হারানো তো দূরের কথা,,, তার বিরুদ্ধে প্রার্থী দ্বিতীয় ভয় পায় অন্য রাজনৈতিক দলগুলি।
নওশাদ সিদ্দিকীর ডায়মন্ড হারবারে প্রার্থী না হওয়া নিয়ে মন্তব্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের,,,।
পাশাপাশি ভূপতিনগরে এনআইএ এর যাওয়া নিয়ে ফের কটাক্ষ করলেন ফিরহাদ। যে সময় লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। মানুষজন প্রচারে নেমে পড়েছে পুরোদমে। সেখানে রাজনৈতিকভাবে লড়াইয়ে না লড়তে পেরে,,, বিজেপি এজেন্সি লড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোবল ভেঙে দিতে চাইছে। যদিও এতে তারা সফল হবে না বলেও এদিন ফের বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।