আজ নন্দীগ্রামের সোনাচূড়ায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে গেলে বিজেপির পক্ষ থেকে তাদের মারধর করা হয়, এবং প্রচারে বাধা দেওয়া হয় এমনটাই অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের একাংশের।
নন্দীগ্রামের সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত মন্ডলের অভিযোগ দেবাংশু হয়ে প্রচারে গেলে তাদেরকে মধ্যপ অবস্থায় প্রথমে গালিগালাজ করে বিজেপর কিছু কর্মী, তারপর তাদেরকে মারধর করা হয়। তারই প্রতিবাদে নন্দীগ্রামে সীতানন্দ কলেজের সামনে পথ অবরোধ করে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় পথ। ওখান দিয়ে যাচ্ছিল রাজীব ব্যানার্জীর কনভয়। পদবির ফলে আটকে যায় রাজীব ব্যানার্জীর কনভয়। পরে রাজিব ব্যানার্জীর মধ্যস্থতায় অবরোধ ওঠে।