প্রথম দফার ভোটের ঠিক আগে প্রকাশিত হলো তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার। দিদির শপথ নামে তৃণমূলের ইশতেহারে অধিকাংশই পশ্চিমবাংলার নানান প্রকল্পের উল্লেখ। তৃণমূল ভবন থেকে ইশতেহার প্রকাশের প্রথমেই জানানো হয়, ইন্ডিয়া জোটের সরকারে শামিল হয়ে তৃণমূল ইশতেহারে উল্লেখ প্রতিশ্রুতি পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। কন্যাশ্রী, লক্ষীর ভান্ডার এর মতো জনপ্রিয় প্রকল্পকে নিজেদের ইশতেহারে রেখেছে তৃণমূল। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের উল্লেখ রয়েছে। আয়ুষ্মান ভারত স্কিমের পরিবর্তে স্বাস্থ্যসাথী কার্ড আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। উল্লেখযোগ্য ভাবে তৃণমূলের ইশতেহারে সি এ এ বিলুপ্তির কথা বলা হয়েছে। এনআরসি প্রক্রিয়া বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ১০০ দিনের কাজে ৪০০ টাকা দেওয়ার কথা উল্লেখ ছাড়াও বিপিএল কার্ড গ্রাহকদের ১০ টি সিলিন্ডার বিনা পয়সায় পৌঁছে দেওয়ার উল্লেখ করা হয়েছে। তাছাড়াও পেট্রো পন্যের দাম সাধ্যের মধ্যে রাখার যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তেমনি বাজার মূল্যের ওঠানামা সামলাতে ফান্ড তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়াও নারী সশক্তিকরণ,সুরক্ষা , বেকারত্ব সমস্যা সমাধানে উদ্যোগী হবে ইন্ডিয়া জোটের সরকার বলে দাবি করেছেন তৃণমূলের প্রতিনিধি দল।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে অমিত মিত্র, ডেরেক ওব্রায়েন আর চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন।