তমলুকের ডিমারিতে অভিজিৎ গাঙ্গুলীর সমর্থনে নির্বাচনে প্রচার সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভা থেকে মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন বিচারপতি।অভিজিৎ গাঙ্গুলি বলেন এই মুখ্যমন্ত্রীকে আমরা আর মুখ্যমন্ত্রী হিসেবে মানি না,একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন ভারতের বিচার ব্যবস্থা মানে বিজেপির বিচার ব্যবস্থা।
এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? তিনি রোহিঙ্গা নন তো?মমতা ব্যানার্জিকে নাক খত দিতে হবে। অনেক রায় শাসন ব্যবস্থার বিপক্ষে যায় কিন্তু কেউ কখনো বিচারব্যবস্থাকে ঘিরে এরূপ মন্তব্য করেনি। মমতা ব্যানার্জিকে আমি মুখ্যমন্ত্রী বলে মানি না।মুখ্যমন্ত্রীর আসলে বসার যোগ্যতা হারিয়েছেন, তাকে সম্বোধন করলে মমতা ব্যানার্জি বলবেন। ফের বিচারপতির মন্তব্য ঘিরে তৈরি বিতর্ক।