যে ভাবে বহরমপুর থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে। একই রকম ভাবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সহ কমিশনারেটের একাধিক থানার আইসিদের সরিয়ে দেওয়া উচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটিতে ব্যারাকপুর কেন্দ্রের দলীয় প্রার্থী অর্জুন সিংয়ে সমর্থনে রোড শোয়ে অংশ নিয়ে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন নৈহাটি বিধানসভা কেন্দ্রের সাহেব কলোনির মোড় থেকে রোড শোটি শুরু হয়ে নৈহাটির বড়মার মন্দিরের কাছে গিয়ে শেষ হয়।
রোড শো শেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং বড় মার কাছে পুজো দেন। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দোপাধ্যায়কে নিশানা করে বলেন,চাল আর কয়লার টাকা ছাড়াও মদ,বালি, চাকরি বিক্রির টাকায় ও আর ওর পিসি আকাশে আছে। ওর পিসি আর ও দুজনে আকাশে থাকে। মাটিতে নামবে কি করে। কিছুদিন আগে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেছিলেন,ব্যারাকপুরের সাতটি বিধানসভা কেন্দ্রে শেখ সাজাহান আছে। খোঁজ করবেন নাকি। এই প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ, ছোট ছোট আছে। তবে খোঁজার দরকার নেই। তার কথায় কামারহাটি পর্যন্ত এসে গেছে। টিটাগড়টা পেরোলেই ঢুকে যাবে। বিরোধী দলনেতা এদিন পুলিশকেও একহাত নিলেন। তিনি বলেন,যে ভাবে বহরমপুর থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে। একই রকমভাবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সহ কমিশনারেটের একাধিক থানার আইসিদের সরিয়ে দেওয়া উচিত। তার দাবি রামপুরহাট থানার আইসিকেও সরিয়ে দেওয়া উচিত।