আজ হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার বিকেলে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদযাত্রা শুরু হয়েছে ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় থেকে। এরপর কদমতলা, পাওয়ার হাউস, পঞ্চাননতলা রোড, জি টি রোড, ডবসন রোড, ড: অবনী দত্ত রোড ধরে পদযাত্রা শেষ হবে উত্তর হাওড়ার পিলখানা মোড়ে।
শিবপুর, মধ্য হাওড়া ও উত্তর হাওড়া এই তিন বিধানসভা এলাকা দিয়ে যাবে মুখ্যমন্ত্রীর পদযাত্রা। পদযাত্রাকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল বিগত দিনগুলোতে দেখা গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন পদযাত্রা করতেন তার সঙ্গে কর্মী সমর্থকদের ভিড় থাকতো চোখে পড়ার মত কিন্তু , সেই ভির দেখা গেল না আজকের এই পদযাত্রাতে।
উল্লেখযোগ্য বিষয় ছিল এই পদযাত্রায় কর্মী সমর্থকদের থেকে প্রশাসনের লোকের জমায়েত ছিল চোখে পড়ার মত।