দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে। বাঁকুড়া, পানাগড়, বারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের তুলনায় বেড়ে ৩৭.৯ ডিগ্রি হয়। এটা এই সময়ের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৯ ডিগ্রি।
আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, অস্বস্তিজনক গরম আপাতত থাকবে। তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও কোনও স্থানে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় বজ্রগর্ভ মেঘ থেকে বড় এলাকা জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে।
বর্ষার বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশিই হবে। এবার বর্ষার আগমন নির্ধারিত সময়ের কিছুটা আগে হতে পারে বলেও জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। তবে এখুনি তাপমাত্রা কমার কোনো সম্ভাবনার কথা জানাননি আলিপুর আবহাওয়া অফিস।