“ছোট চকলেট বোমা তে কি ঘর উড়ে যায়, এত অস্ত্র পাওয়া যাচ্ছে সেগুলো কি এমএসজি আর এন আই এ নিয়ে যাচ্ছে” – বললেন রবিবার রাতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
জেলা বিজেপির পক্ষ থেকে বর্ধমান দক্ষিণ বিধানসভায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো আজ।এদিন বিজেপির এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একযোগে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ছোট চকলেট বোমা তে কি ঘর উড়ে যায়, এত অস্ত্র পাওয়া যাচ্ছে সেগুলো কি সিবিআই, এনএসজি, এন আই এ নিয়ে যাচ্ছে। পার্থর ঘরে এত টাকা পাওয়া গেল কেষ্টর ঘরে এত টাকা পাওয়া গেল এগুলো কি সবই ইডি আর সিবিআই বগলদাবা করে নিয়ে গেছিল। এসব নাটক করে আর কোন লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় আসল রূপ সবাই জেনে গেছে। তিনি আরো বলেন, দিল্লি থেকে যে পয়সা আছে সেটা তো সব দুর্নীতি করেই চলে যাচ্ছে। যখন হিসাব চাওয়া হচ্ছে তখন নাটক করা হচ্ছে। উনি কোথায় পয়সা দিচ্ছে পয়সা তো দিক। উনি সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন নিয়ে এসেছেন মোদিজি তো ২৫ কোটি মানুষকে দরিদ্র সীমারেখার উপরে নিয়ে এসেছেন ফ্রিতে রেশন,শৌচালয় থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করেছেন মোদিজি।