উত্তরপ্রদেশ থেকে বাবুঘাট হয়ে গঙ্গাসাগরে আসার সময় দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বাস । দুর্ঘটনায় গুরুতর আহত একাধিক পুণ্যার্থী ।
নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা বিদ্যুতের পোস্টে ধাক্কা মেরে নয়ানজুলিতে নেমে যায় তীর্থযাত্রীদের বাসটি । ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার রোড । বৃহস্পতিবার ভোররাতে ১১৭ নম্বর জাতীয় সড়কের চাঁদনগর পেট্রোল পাম্পের কাছে তীর্থযাত্রীদের বাসটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও গাছে ধাক্কা মেরে পাশে নয়ানজুলিতে নেমে যায় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন ডায়মন্ডহারবারের এস ডিপিও সাকিব আহমেদ ও ডায়মন্ডহারবার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি আহতদের ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।