পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নিউ টাউন ইকোপার্কের কাছে বন্দের মোড় এলাকায়। পুলিশ নিগ্রহের অভিযোগ মদ্যপ তরুণ-তরুণীর বিরুদ্ধে। এক যুবককে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ।
সকাল সোয়া ৭ টা নাগাদ কদম পুকুর থেকে মেইন রোড পেরিয়ে যাত্রাগাছি অটো স্ট্যান্ড এর দিকে যাচ্ছিলেন পেশায় মিষ্টির দোকানের কর্মচারী, ঝালিগাছির বাসিন্দা ৫০ বছরের গৌতম কর্মকার। পরপর দুটি সিগন্যাল লাল ছিল। কিন্তু প্রায় মাঝ রাস্তায় চলে যাওয়ার পর তীব্র গতির বাইকের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন।
নিউটাউন নারকেল বাগানের দিক থেকে দ্রুত গতিতে ইকোপার্ক এর দিকে আসছিলো। দুটি বাইক বন্দের মোড় সিগন্যাল ভেঙে ঘন্টায় প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে পরস্পরের সঙ্গে জয় রাইড করছিল।
বাইকের ধাক্কায় গৌতম বাবু ছিটকে রাস্তায় পড়ে যাওয়ার পর ট্রাফিক সিগন্যাল অপারেট করার দায়িত্বে থাকা কনস্টেবল পলাশ বৈদ্য একটি বাইক ধরার চেষ্টা করেন। তখন পাশের বাইকের যুবক যুবতী নেমে তাকে মারধর করে বলে অভিযোগ। তার পায়ে, হাতে এবং চোখের নিচে আঘাত করা হয়। অন্য বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যুবতীরাও পালিয়ে যায়।
ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা রাস্তায় নামে। তবে কাছেই ইকোপার্ক থানা। প্রায় সঙ্গে সঙ্গে আসে পুলিশ ফোর্স। পলাশ বৈদ্যকে যে যুবক নিগ্রহ করেছে, তাকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘ ক্ষণ পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি চলে। বারেবারে সে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা চালায়।(পুরোটাই ক্যামেরায় রেকর্ডেড)। পরে তাকে আটক করে পুলিশের জিপে তোলা হয়।