আজ দক্ষিন পূর্ব রেলের সদর দপ্তরে দক্ষিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার কে বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করতে হাজির হন দক্ষিনপুর্ব রেলওয়ে মেনস কংগ্রেসের নেতৃবৃন্দ। তাদের দীর্ঘ দিনের অভিযোগ তাদের ইউনিয়নের মোট পঞ্চাশটির মতো কার্যালয় কার্যত বন্ধ করে রাখা হয়েছে কার্যকরী সদস্য দের কাজ করতে দেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ দক্ষিন পূর্ব রেলের পি সি পি ও মহুয়া ভার্মা আদালতের নির্দেশকে মানছেন না। যে সমস্ত কার্যকর্তার আদালতের নির্দেশে কর্যালয়ের দায়িত্ব সামলানোর অনুমোদন আছে তাদের কাজ করতে দিচ্ছেন না অথচ যাদের বিরুদ্ধে আদালতের ইনজাংশন তাদের কে নিয়ে উনি সমস্ত আলোচনা চালাচ্ছেন। ইউনিয়নের নেতৃত্ব দৃঢ়তার সাথে জানান তাদের দাবী সমূহ মেনে নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহন না করলে তাদের চল্লিশ হাজার সদস্য তীব্র আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...