মহালয়া অর্থাৎ দেবীপক্ষের প্রথম দিন থেকেই উত্তরের অন্যতম ক্রাঊড পুলার পূজো শ্রীভুমি স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপে মানুষের ঢল।গতকাল রবিবার রাত এগারোটার সময়ে গিয়ে দেখা গেল কাতারে কাতারে মানুষের লম্বা লাইন। তবে এতো মানুষের ভিড়ের চাপাচাপিতে অবস্থা এখনই রীতিমতো ধাক্কাধাক্কি এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবস্থা। প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক এবং পর্যাপ্ত পুলিশের ব্যাবস্থা না থাকলে উৎসবের দিনগুলোতে বিপদ ঘটতে পারে বলে সাধারন মানুষের আশঙ্কা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধনের পর বিভিন্ন স্তরের সেলিব্রিটির উপস্থিতি শ্রীভুমির পুজো মন্ডপের আকর্ষন এবং কৌতুহল বাড়িয়ে তুলেছে। বিশ্ববিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো থেকে চিত্রতারকা দেব সহ অন্যান্য বিখ্যাত ব্যাক্তিত্ব এই মন্ডপে হাজির হয়েছেন। এবছর শ্রীভুমির মন্ডপ নির্মিত হয়েছে ডিজনিল্যান্ডের অনুকরনে। তাই এই মন্ডপে মানুষের ঢল নামবে একথা বলাই বাহুল্য।