কলকাতা, এপ্রিল ২৩, ২০২৪ :
ভাবছেন IPL ম্যাচ দেখে এতো রাতে বাড়ি ফিরবো কিভাবে ? সত্যি খুবই চিন্তার ব্যাপার , কারণ খেলা শেষ হতে তো অনেক রাত হয়ে যাবে। কিন্তু পূর্ব রেল আপনাদের জন্য ব্যবস্থা রেখেছে। ২৬ শে এপ্রিল, ২৯ শে এপ্রিল এবং ১১ ই মে খেলা শেষ হবার পর আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে পূর্ব রেল।
উপরোক্ত দিনগুলিতে রাত ১১:৫০ মিনিটে একটি ১২ কোচের EMU ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসাত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেনটি প্রিন্সেপঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ , বাগবাজার , কলকাতা, দমদম জংশন , দমদম ক্যান্টনমেন্ট , বিরাটি , মধ্যমগ্রাম হয়ে বারাসাত পৌঁছবে। ঐদিনই অপর একটি ১২ কোচের EMU ট্রেন মধ্যরাতে ১২:০২ মিনিটে বিবাদি বাগ থেকে ছেড়ে বারুইপুর পৌছবে রাত ০১:৩২ মিনিটে। ট্রেনটি বিবাদি বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট , নিউ আলিপুর, বালিগঞ্জ , সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে।