শহর কলকাতাতেও আয়কর দফতরের অভিযান।
প্রাক্তন IFA সভাপতি, উৎপল গাঙ্গুলির বাড়িতে সকাল সাড়ে ৭ টার সময় ইনকাম tax এর আধিকারিকেরা হানা দেন। তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু করেছেন তাঁর বাড়িতে IT আধিকারিকেরা। মূলত, দেশের বিভিন্ন প্রান্তে বৈদেশিক মদ প্রস্তুতকারী কিছু সংস্থায় আয়কর দপ্তর হানা দিয়েছেন এবং তল্লাশি অভিযান করছেন। এরই মাঝে কলকাতায় আজ উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আয়কর আধিকারিকরা। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ রয়েছে, তিনিও বৈদেশিক মত প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত। এবং আয়ের সঙ্গে ব্যয় বহির্ভূত সম্পর্কের জন্যই তার বাড়িতে আয়কর দফতরের হানা।
প্রসঙ্গত ঝাড়খণ্ডের ছটি জায়গায় এবং উড়িষ্যার দুটি জায়গা মিলিয়ে মোট আটটি জায়গায় আইটির তল্লাশি অভিযান চলছে বেশ কিছুদিন ধরেই এর মধ্যে উল্লেখযোগ্য ঝাড়খন্ড এ কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়ি ও অফিস থেকে প্রায় সাড়ে 300 কোটি টাকারও বেশি (৩৫১ কোটি) এখনো পর্যন্ত উদ্ধার করেছেন it তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে।