জেল হেফাজতের মেয়াদ শেষে নগর দায়রা আদালতে পেশ করা হল রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার এবং মূল অভিযুক্ত বাকিবুর রহমানকে । প্রসঙ্গত গতকালই রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রথম 162 পাতার চার্জ শিট 3483 পাতার নথি দিয়েছে ইডি , যাতে বহু চাঞ্চল্যকর দাবি করেছে ইডি । ধান দুর্নীতির মাধ্যমে প্রায় সাড়ে চারশো কোটি টাকার দুর্নীতি করেছে বাকিবু র তার দুই সংস্থার মাধ্যমে । এবং রেশন বন্টন দুর্নীতিতে তার দুর্নীতির টাকার পরিমান প্রায় ১০০ কোটিরও বেশি এমনটাই দাবি করেছে ইডি চার্জশিটে
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...