শুক্রবার ঠাকুরবাড়ি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে নমিনেশন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ৯টা ৫৫মিনিটে গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে কর্মী সমর্থকদের নিয়ে বারাসাত জেলা শাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
শান্তনু বলেন, ২০১৯ সে লোকসভার সময় রাজনীতির কিছুই বুঝতাম না সে কারণে একটু সমস্যা হতো। তবে এখন আর কোন সমস্যা হয়। যেতার পর যশোহর রোড চওড়া করার কাজ করার ইচ্ছা পাশাপাশি বনগাতে একটি এয়ারপোর্ট করার ইচ্ছা। নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন সিএএ ভারতবর্ষের সকল মানুষের অধিকার। যারা আবেদন করবেন তারা সকলে নাগরিকত্ব পাবেন।
অন্যদিকে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ও আজ নমিনেশন পত্র জমা দিতে যাবেন। সূত্রের খবর তার আগে ঠাকুরবাড়ি তে এসে পুজো দেবেন বিশ্বজিৎ। এনিয়ে কটাক্ষ করে শান্তনু ঠাকুর বলেন, ঠাকুরবাড়ি আসতে হবে কারণ মতুয়াদের ভোট টা দরকার। অন্যদিকে ঠাকুরবাড়ির সন্তানদের গালাগালি দেবে। ওরা ভাবে ঠাকুরবাড়িতে ওরাই সব কিছু ।