সন্দেশখালি তদন্ত করবে এবার সিবিআই খুশির হাওয়া গ্রামে যেকোনো সমস্যা সিবিআই পোর্টালে অভিযোগ জানাতে পারবে। মিশ্র প্রতিক্রিয়ার রাজনৈতিক মহলে চলতি বছরের ৫,ই জানুয়ারি সন্দেশখালি কান্ড নিয়ে রাজ্য দেশ তথা উত্তাল ২০২৪-এ নারী নির্যাতনের সামনে রেখে বিজেপি লোকসভা নির্বাচনে হাতিয়ার করে ভোট ব্যাংকে থাবা মারতে চাইছে। শেখ শাহজাহান উত্তম সরদার শিবপ্রসাদ হাজরা ইতিমধ্যে কেউ ইডি কেউ সিবিআই হেফাজতে রয়েছে সন্দেশখালি ৫ই ফেব্রুয়ারি থেকে আন্দোলন প্রতিবাদ দেখেছে গোটা রাজ্য তাদের অভিযোগ ছিল নারী নির্যাতন জমি দখলসহ একাধিক স্থানীয় ইসু অভিযোগ করতে গেলে সন্দেশখালি থানায় তারা স্থানীয় নেতাদের কাছে পাঠিয়ে দিত এই খুব দীর্ঘদিন ধরে জমা হচ্ছিল ৭ ফেব্রুয়ারি থেকে পাত্র পাড়া নতুন পাড়া মাঝেরপাড়া সহ একাধিক পাড়ার মহিলারা লাথি ঝাটা নিয়ে আন্দোলন কর্মসূচি নেমেছে এমনকি শাসকদলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ধর্ষণ সহ একাধিক অভিযোগ এনেছে বারবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তারা জানিয়েছে এই তদন্ত সিবিআই করুক দীর্ঘ ৯৫ দিন পরে আজ কলকাতা হাইকোর্ট সন্দেশখালি ঘটনা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে পাশাপাশি ওই এলাকায় সিসিটিভি নারী নির্যাতন দর্শন জমি দখল একাধিক অভিযোগ তারা সরাসরি সিবিআইকে জানাতে পারবে এই খবর গ্রামে পৌঁছাতে খুশির হাওয়া। কিন্তু মিত্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক ও বিরোধীদলের নেতাদের মুখে কেউ বলছে মহামান্য আদালতের এই সিদ্ধান্ত অভিনন্দন জানাই পাশাপাশি দীর্ঘদিন আমাদের দাবি ছিল সন্দেশখালি নিরাপত্তা দেওয়ার জন্য পাশাপাশি শাসকদলের নেতারাও জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিচার ব্যবস্থাকে পুক্ষীগত করেছে জনতার আদালতে বিজেপির হারবে। পুলিশ যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করেছে জমি ফেরত দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী অন্যায়ের কাছে আপস করেন না
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...