আরিজ আফতাব: আজকে তিনটে লোক সভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। ৫২৯৮ পোলিং স্টেশন ছিল। তিনটে লোক সভা কেন্দ্রে ভোটার দের সংখ্যা ছিল মোট ৫১১৭৯৫৫ জন। ৯১ লক্ষ ২৩৫ জন নতুন ভোটার ছিল। পোলিং পার্সোনাল ২৬৪৯০ জন। মোট প্রার্থী ৪৭ ছিল।
অবজারভার তিন জন করে ছিল। আয় ব্যয় অবজারভার ৪ জন ছিল। মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। রাজ্য পুলিশ ছিল ১১ হাজার বেশি ছিল। এখন পর্যন্ত ১৪.২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়া মদ মাদক সহ অন্য দ্রব্য উদ্ধার ২৬৯.৭৩ কোটি বাজিয়াপ্তি হয়েছে। ৫ টে পর্যন্ত ৭৮.৩ % । দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ 426 টি অভিযোগ জমা পড়েছে। পোস্টাল ব্যালটের ভিএফসি মাধ্যমে, পিভিসি এবং হোম ভোটিং সার্ভিস ভোটারেরএর মাধ্যমে মোট ভোটারের সংখ্যা ছিল।
আজকে শান্তিপূর্ন ভাবে ভোট হয়েছে। বড় কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ন ভোট হয়েছে কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ইভিএম যেখানে আমরা খবর পেয়েছি আমাদের টিম গিয়ে ছিল সঙ্গে সঙ্গে লোক গিয়ে সেটা ঠিক করা হয়েছে। সন্দেশখালি ঘটনা নিয়ে তিনি কিছু বলেননি। আমার কাছে কোনো রিপোর্ট আসেনি। পূর্ন নির্বাচনের একটা প্রক্রিয়া থাকে তার মাধ্যমে স্কাটিনি হওয়ার পরেই কোনো সিদ্ধান্ত হয়। দেবাশীষ ধর নিয়ে তিনি বলেন যে মনোয়নপত্র জমা সময় একটা প্রক্রিয়া হয়ে থাকে এফিডেভিটের কিছু ত্রুটি ছিল। আনন্দ কুমার জানান যে আমরা এসপি কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সন্দেশখালী নিয়ে বললেন স্টেট নোডাল অফিসার আনন্দ কুমার। তিনি জানান যে রিপোর্ট আসলে আমরা মুখ্য নির্বাচনী আধিকারিক কে রিপোর্ট দেব বলে জানান আনন্দ কুমার