এদিন নদিয়ায় এসে মমতা ব্যানার্জি ও তৃণমূলকে আক্রমণ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে একটি জনসভায় উপস্থিত হন অমিত শাহ। রানাঘাট লোকসভার মাজদিয়া স্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়।
মঞ্চে উঠে তিনি প্রায় ১৫ মিনিট বক্তব্য রাখেন। রানাঘাট লোকসভা কেন্দ্র অনেকটা মতুয়া অধ্যুষিত। প্রথমেই তিনি হরিচাঁদ গুরুচাঁদ এবং ঠাকুর পরিবারকে প্রণাম জানান। এরপর তিনি বলেন, এখানে অনেক মতুয়া সমাজের শরণার্থী আছে। মমতা নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য সিএ এর বিরোধিতা করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি ক্ষমতা থাকলে কেউ সি এএতে হাত লাগিয়ে দেখুক। এই রাজ্যে কাঠ মানি আটকাতে হবে, ঘুষখোর আটকাতে হবে। বোম ধামাকা আর এ রাজ্যে চলবে না।
সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, দশ বছরের বেশি ধরে এরা যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে। কিন্তু তার দলের ই নেতারা মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছে। আমি এখান থেকে কথা দিয়ে যাচ্ছি যারা দুর্নীতি এবং অত্যাচার করেছে তারা কেউ ছাড়া পাবে না। তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। এ রাজ্য ের মন্ত্রী ঘরে 56 কোটি টাকা পাওয়া যাচ্ছে। আমি মমতা ব্যানার্জি কে জিজ্ঞাসা করছি এত টাকা কার? তৃণমূল এবং কংগ্রেস মিলে প্রায় 12 লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে। যারা অপরাধী তাদের জেলে যেতে হবে। পাশাপাশি নির্বাচন নিয়ে বলেন এবার ভোটের দিন প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। মমতার গুন্ডারাজ কিচ্ছু করতে পারবে না।