উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের আটপুকুর গ্রামের ঘটনা পরিবার সূত্রে জানা যায় ২৩ বছরের সুজিত মন্ডল প্রতিদিনের মতো রাতের খাবার খেয়েছিলেন গতকাল রাত্রে আটটা নাগাদ তারপর খাবার খাওয়ার পর ঘরে ঘুমাতে চলে যায় ভোররাতে যুবকের ঘরে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না মেলায় ঘর খুলে দেখা যায় ঘরের মধ্যে যুবক নেই তারপর পাশ্ববর্তী একটি বাগানের মধ্যে নিম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই স্থানীয় বাসিন্দারা তারপর হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় ২৩ বছরের সুজিত মণ্ডল কে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন
ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারের সদস্যরা দাবি করেছেন পেশায় বালি কাটা শ্রমিক ২৩ বছরের সুজিত মন্ডল কারো সঙ্গে ঠিকমতো কথা বলতেন না কি কারনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করলেন সেটি তাদের জানা নেই তবে স্থানীয়দের একাংশ দাবী করেছেন প্রেমে ঘটিত ব্যাপারেই আত্মহত্যা করেছেন যুবক যদিও ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার অজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ তবে পুলিশ জানাচ্ছেন ময়না তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য যুবকের অকাল মৃত্যুতে আটপুকুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।