পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ দেখেছে কি ভাবে ভোট লুট হয়েছে, দলদাস পুলিশ কিংবা চটি চাটা পুলিশ দিয়ে লোকসভা ভোট হবে না হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, যদি কেউ ভেবে থাকে লোকসভা ভোটে ভোট লুট করবে তাদের উদ্দেশ্যে স্বপন মজুমদার বার্তা দিলেন তারা যাতে ইন্সুরেন্স করে রাখেন কারণ মানুষ জেগে উঠেছে ভোট লুট করতে দেবে না কিছুতে।
হাবরা বিধানসভার কুমড়া গ্রাম পঞ্চায়েতে একটি কর্মীসভায় যোগদান করে একুশের নির্বাচন ও গত পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের ভোট লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে সে বিষয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য করলেন বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।