বাইশনের তাণ্ডব লোকালয়ে, মাথাভাঙায় বাইসনের হানায় আহত চার। আহত চারজনেই বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সাত সকালে মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি বড় কাঊওয়ারডারা এলাকায় দাপিয়ে দুটি বাইসন কে দাপিয়ে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা।এলাকায় বাইসন বের হবার খবর চাউর হতেই বাইসন দেখতে উৎসুক বাসিন্দারা ভিড় জমান।
খবর দেওয়া হয় মাথাভাঙ্গা বনদপ্তর ও পুলিশে।গতকাল দিনভর পারডুবি গ্রাম পঞ্চায়েতের দাপিয়ে বেড়ায় বাইসন দুটি।বন কর্মীরা চেষ্টা করেও বাইসন দুটিকে কাবু করতে পারেনি। পাতলা খাওয়া বনাঞ্চল থেকে বাইসন দুটি তোরসা নদী পেরিয়ে খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে এসেছে বলে জানা যায়।
প্রায়শই মাথাভাঙ্গা দুই ব্লক এ বাইসন খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে এসে এলাকায় তান্ডব চালায়।চারজনের মধ্যে তিনজনেই মহিলা তাদের সকলের বাড়ি বড় কাউয়ারডারা এলাকায়। আহতরা হলেন অর্চনা সূত্রধর, মল্লিকা বিশ্বাস ঊষা ভদ্র। গৌতম বিশ্বাস