আরিজ আফতাব
সিইও
৫,৮১৪ টি বুথ ছিলো মোট আজকের ভোটে।
৫৬,২৬,১০৮ মোট ভোটার তিনটি কেন্দ্র মিলিয়ে।
২৭,৯০৭ জন ভোট কর্মি।
মাইক্রো অবজারভার ছিলেন ৫৮১ জন।
এখনও পর্যন্ত বেআইনি নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে ১৪.১১ কোটি টাকা।
দুই একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। তাছাড়া এই তিনটি কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ হয়েছে।
কোচবিহার ২৬৯ অভিযোগ
আলিপুরদুয়ার ১৬২ টি অভিযোগ
জলপাইগুড়ি ১২৫ টি অভিযোগ জমা পড়েছে
মোট ৫৫৬ টি অভিযোগ জমা পড়েছে।
আজ মোট ১২ জন গ্রেফতার হয়েছে। এরমধ্যে ১০ টি প্রিভেনটিভ অ্যারেস্ট ও ২ টি স্পেশিফিক অ্যারেস্ট। সব গ্রেফতারই কোচবিহার জেলায়।
মোট ১২১ টি কিআরটি ছিলো আজ তিন জেলায়।
৪৫ টি কুচবিহারে, ২৭ টি আলিপুরদুয়ারে এবং ৪৩+৬=৪৯ টি জলপাইগুড়ি তে।
মোট ১০ টি বোমা উদ্ধার করা হয়েছে। কোথায় কোনো বোমা ফাটার ঘটনা ঘটেনি। সবকটি বোমাই কোচবিহার থেকে উদ্ধার করা হয়েছে।
একজন প্রিসাইডিং অফিসার অসুস্থ হওয়ায় তাকে বদল করা হয়। মাথাভাঙ্গায়।
আরিজ আফতাব : আজকে প্রথম দফায় তিনটে লোক সভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। ৪ জুন ভোট গণনা হবে। মোট ভোটার দের সংখ্যা ১৯৬৬৮৯৩ কোচ বিহার। আলিপুরদুয়ার ১৭৭৩২৫২ । জলপাইগুড়ি ভোটের সংখ্যা ১৮ ৮৫৯৬৩ জন ভোটার। ১৮/১৯ ১১৫২৪৪ জন ভোটার। পোলিং কর্মী ছিল ২৭৯০৭ এবং ৫৮১ জন মাইক্রো অবজারভার ছিল। ৩৭ প্রার্থী তিনটি লোক সভা কেন্দ্র ছিল। তিন জন জেনারেল অবজারভার এবং পুলিশ ও আয় ব্যয় পর্যবেক্ষক ছিলেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল মোট ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। ১০১৫০ জন রাজ্য পুলিশ মোতায়ন ছিল। এছাড়া নগদ , অর্থ মদ মাদক সোনা গয়না সহ অন্য ২৪১. ৩৬ কোটি টাকা উদ্ধার হয়েছে। ৫ টে পর্যন্ত মোট তিন লোক সভা ৭৭.৫% হয়েছে। প্রত্যেক কেন্দ্র web casting হয়েছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন হয়েছে। এছাড়া অভিযোগ জমা পড়েছে তিনটি কেন্দ্র মিলিয়ে অভিযোগ 556 টি জমা পড়েছে 6 টায় পর্যন্ত। কি কি ঘটেছে মোট 12 জন আরেস্ট হয়েছে। 2 জন কে অ্যারেস্ট এবং 10 জন কে সতর্কতামূলক ভাবে গ্রেফতার করা হয়েছে। QRT মোট ছিল121 টি ছিল। সমস্ত গ্রেফতারি কোচ বিহার হয়েছে। আজকে 8:15 রাজপুর একটা ঘটনা হয়ে লোক সরকার বলে একজন আহত হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন বিজেপির এজেন্ট কে পাওয়া যাচ্ছিল না সীতালকুচি টে। বুথ নম্বর ২৩২ একজন আহত হয়েছিল। সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে গিয়েছিল। কোথায় কোন বম্ব ব্লাস্ট হয়নি। মোট ১০ টা উদ্ধার হয়েছে কোচ বিহার থেকে। মধ্য খালি বাড়ি থেকে ৮ টে বম্ব উদ্ধার হয়েছে। ১০:৩০ দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। একজন প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়েছিলেন। তাকে বদলি করা হয়েছিল। ডাবগ্রাম ফুলবাড়ী ঘটনায় কিছু অভিযোগ ছিল সেখানে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ গিয়েছিলেন। তার সম্পূর্ন রিপোর্ট আসা বাকি হয়েছ। একজন জওয়ানের মৃত্যু হয়েছে। রাত বাথরুমে গিয়েছিলেন পড়ে মাথায় আঘাত হয়েছিল। তার পরে তাকে হাসপতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত আসার পর বিস্তারিত বলতে পারব। QRT সব জায়গায় মজুদ ছিল। সেক্টর মোবাইল , এইচআরএফএস থাকে। সব রকমের ব্যবস্থা ছিল । কোচ বিহারের বাইরে গিয়ে ঘটনা নিয়ে তিনি বলেন যে যেখবে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ গিয়েছিল বলে দাবি করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব