ওআর এস থেকে সানগ্লাস হয়ে বড় ছাতা, তীব্র দাবদাহ থেকে বাঁচতে হাওড়া ট্রাফিক পুলিশের একাধিক আধিকারিকদের জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। বিশেষ কিট উপহার দেওয়া হল।
বৈশাখের শুরুতেই জেলায় জেলায় তীব্র দাবদাহ চলছে। এরইমধ্যে সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসন থেকে দাবদাহের সতর্কতা জারি করেছে। যদিও এই প্রচন্ড উত্তাপের মধ্যেই নিজেদের ডিউটি করে চলেছেন ট্রাফিক পুলিশরা। তাঁদের জন্য এবার বিশেষ কিট প্রদান করল হাওড়া সিটি পুলিশ।
উত্তরবঙ্গের ছবিটা খানিকটা স্বস্তিদায়ক হলেও প্রচন্ড দাবদাহে গোটা দক্ষিণবঙ্গ পুড়ছে। একফোঁটা বৃষ্টির দেখা নেই। এরই মধ্যে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে ট্রাফিক পুলিশদের। ডিউটি চলাকালীন যাতে ট্রাফিক পুলিশকর্মীরা অসুস্থ হয়ে না পড়েন তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের সমস্ত কর্মীদের একটি করে কিট দেওয়া হল।
ওই কিটে গ্লুকোজ প্যাকেট, ওআরএস প্যাকেট, বড় ছাতা ,সানগ্লাস, জলের বোতল, তোয়ালে ইত্যাদি দেওয়া হয়েছে। শনিবার সকালে হাওড়া কোনা ট্রাফিক গার্ডের অফিসের সামনে একটি অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ওই কিট তুলে দেন।
যদিও শনিবারের এই অনুষ্ঠানে ভোটের প্রস্তুতি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চান নি হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি। তিনি বলেন,’ এখনও নির্বাচন দেরি আছে, আর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ রুট মার্চ চলছে। যদিও মত কত বাহিনী আসবে, কি ভাবে তাদের ব্যবহার হবে সেটা প্রকাশ্যে বলা যায় না, এটা কৌশলগত বিষয়। আজকে যে কারণে আমি এসেছি সেটা ছাড়া অন্য বিষয়ে বলবো না।’