জেলায় জল মাফিয়া দের দাপট অব্যাহত। লিজে নেওয়া বিলে মাছ চাষ করতে দিচ্ছে না এলাকার কিছু জল মাফিয়া। থানা তে অভিযোগ জানানো হলেও কাজের কাজ হয়নি, বাধ্য হয়ে জেলাশাসক পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মৎস্যজীবীরা। মালদার জেলার মানিকচক থানার বিষণ পূর এলাকার ঘটনা।ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ অভিযুক্তরা প্রত্যাকেই শাসকদলের ঘনিষ্ঠ।
তৃণমূলের দাবি, আইন আইনের পথে চলবে। তবে জল মাফিয়াদের দাপট জেলায় বেড়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।মলদার মানিকচকের চৌকি গ্রাম পঞ্চায়েতের বিষণ পুর বিলের । এই বিল লিজ পায় ইংরেজি বাজারের একটি মৎস্য সমবায় সমিতি। কিন্তু তাদের অভিযোগ এলাকার কিছু জল মাফিয়া শাসক দলের, প্রত্যক্ষ মদতে তাদেরকে মাছ চাষ করতে দিচ্ছে না। অথচ তাদের ওপর জলকর চাপিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন মহলে জানিও কোন লাভ হচ্ছে না। বারবার থানায় গেছেন তারা কিন্তু কাজের কাজ কিছু হয়নি। জেলা তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষের দ্বারস্থ হয়েছেন তারা। জেলাশাসক পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন তারা। তাতেও কোন সুরাহা হয়নি। বাধ্য হয়ে প্ল্যাকার্ড হাতে জেলাশাসকের দপ্তরের সামনে তাদের ক্ষোভ প্রদর্শন করেন তারা।
এই ঘটনাগুলো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি দক্ষিণ মালদা সংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, এই কাজ করছে আর এই কারণে সেটা বঞ্চিত হচ্ছে।
আইন আইনইনের পথে চলবে যাদের নামে জলকর রয়েছে তারাই চাষ করতে পারবে পাল্টা দাবি জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসুর