জানা গেছে, গত ১৮ই মে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন ইউসুফ হাসানের স্ত্রী রোকসা পারভিন। কন্যা সন্তান হওয়ার খবর শোনার পর থেকে বাবা ইউসুফ হাসান আনন্দে আপ্লুত হয়ে ওঠেন।
ইউসুফ হাসানের বাড়ি সাগরদিঘী থানার যত কমল এলাকায়। আজ সকালে শিশু কন্যা এবং তার মাকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হলে পরে আত্মহারা হয়ে ওঠেন বাবা ইউসুফ হাসান। মা এবং মেয়েকে হাসপাতাল থেকে সাগরদিঘির যত কমলের এর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনি সাত সকালে গাড়ি সাজিয়ে নিয়ে চলে এসেছেন হাসপাতালে। এই কান্ড দেখে হাসপাতালে রোগী পরিবার সহ হাসপাতালের কর্মী নার্স ডাক্তার বাবুরা সবাই বাহবা দিচ্ছেন কন্যা সন্তানের বাবাকে।
হাসপাতালে ইউসুফ হাসান সাংবাদিকদের কে জানান, তার মনের আশা এবং স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হোক। কারণ তিনি তাকে খুব ভালোবাসা দিয়ে যত্ন সহকারে বড় করবেন।
তিনি আরো বলেন, কন্যা সন্তান এই সমাজের বোঝা নয়, কন্যা সন্তান হল ঘরের লক্ষী। তাই তিনি তার ঘরের লক্ষী কে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়ি সাজিয়ে নিয়ে এসেছেন। বাড়িতে নিয়ে গিয়ে বরণ করে তাকে ঘরে প্রবেশ করানো হবে।
অপরদিকে কন্যা সন্তানের মা রুকসা পারভিন জানান, তার স্বামীর এই কান্ড দেখে তিনি খুব খুশি। তিনি আরো বলেন, সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার। যে কন্যা সন্তান বোঝা নয়, কন্যারা চাইলে বড়ো হয়ে অনেক কিছুই করতে পারেন।