এই মুহূর্তে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী থানায় ঢোকার আগেই কেন্দ্রীয় বাহিনীকে ধমক আপনারা এখানে বসে আছেন আপনারা তো কাশ্মীরকে সোজা করেছেন, এখানে আপনাদের বসিয়ে রেখেছে আপনারা হেড কোয়াটারে সময় কথা বলুন,
এখানে পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে, এদেরকে মেরে সোজা করুন কেন্দ্রীয় বাহিনীকে বললেন। থানায় ঢুকে আইসি ধমক কেন খুনির সঙ্গে বসে বৈঠক করেছেন সেই সিসিটিভি ফুটেজ দেখান। আপনাকে মজা দেখাবো, এফআইআর এর সিরিয়াল নাম্বার দিন, ওবিসি মহিলা খুনে এই পুলিশ কিছু করবে না,
যদি অপেক্ষা করব এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাবো। নন্দীগ্রামের থানার ডুকে রনং দেহি মেজাজে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।