রোজভ্যালি সারদায় এবাংলায় সর্ব শান্ত হয়েছে একদল অসহায় মানুষ। ভয়ে আতঙ্কে আত্মসম্মানে অনেকে আত্মহত্যা করেছে। প্রতিশ্রুতি ছাড়া কিছু ই পায়নি অসহায় মানুষগুলো।তাদের নিয়ে প্রহোশন হয়েছে।আজো হচ্ছে। এবার প্রতারণা ফাঁদ পরিবর্তন করেছে।সেই ফাঁদে পা দিয়ে সামান্য কিছু লাভের আশায় আবার সর্ব শান্ত হয়েছে একদল অসহায় মানুষ। কি সেই ফাঁদ? ” বিট কয়েন”।যাদবপুর থানার অজয়নগরের বাসিন্দা দেবাশীষ বনিক।
ডিজিটাল মাধ্যমে নকল তথ্য বানিয়ে জানায় তার কাছে ১২৯৬ টি “বিট কয়েন” আছে।যার বাজার মুল্য কয়েক হাজার কোটি।সে মানুষকে প্রলোভন দেখায়।তাকে লোন হিসাবে টাকা দিলে শতকরা ২০℅ হারে সুদ সহ টাকা ফেরত দেবে। রীতিমত স্টাম্প পেপারে লিখিত বয়ান নোটারী করে লাখ লাখ টাকা বাজার থেকে তোলে।এমন কি সকলকে পিটিসি চেক দেয়। কিন্তু বছর ঘুরে যায়।জমাকৃত টাকার সুদ দুরের কথা আসল টাকা পাননা।সকলের মধ্যে ভয় শুরু হয়। গত মার্চ মাসের প্রথম সপ্তাহে অফিসের সাটার নামিয়ে মিটিং হয়। সকলকে টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দেয়।তার পর থেকে কপুরের মত উধাও দেবাশীষ তার সঙ্গীরা।