উত্তর 24 পরগনার বসিরহাট শহরে রামনবমী উপলক্ষে হিন্দু মহাসভার শোভাযাত্রা হাজির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিজিবি প্রার্থী রেখা পাত্র বসিরহাট সোনপুকুর টাকি রোড হয়ে ৫ কিলোমিটার বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে শেষ হবে আজকের এই শোভাযাত্রা তাতে পা মিলিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি প্রার্থী সহ বিজেপি নেতৃত্ব।
সেখানে নিশ্চিত প্রামানিক বলেন উত্তরবঙ্গের প্রথম দফা তিনটি আসনের নির্বাচন হয়েছে বাংলায় অভিষেক প্রকাশ্যে মঞ্চে বলেছেন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে উত্তরবঙ্গে তিনটি আসোনি আমরা পাব এই প্রসঙ্গে তিনি বলেন বাচ্চা ছেলে পলিটিক্যাল পলিটিক্যাল ইনমেচুরেট বলতেই পারে ৪,ই জুন পরে দেখা যাবে। সন্দেশখালি প্রতিবাদী তথা বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র কে পাশে দাঁড় করিয়ে বলেন সন্দেশখালি দিয়ে যেভাবে মহিলা নির্যাতন হয়েছে তাতে বারবার সিবিআই যাবে শাসক দলের বারবার দাবি করেছে কেন্দ্রীয় সরকার ইডিসিবিআইকে কাজে লাগিয়ে ২০২৪ এর ভোট নির্বাচনে বেশি আসন পেতে চাইছে তাও একবার প্রমাণিত হলো এদিন সন্দেশকালীর প্রতিবাদীরা এই রামনবমী উপলক্ষে মিছিলে পা মেলান।