নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও ঝাড়গ্রাম: অবশেষে আচ্ছা দিন আসলো। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল।বিকেলের দিকে দোমকা হাওয়া বইতে থাকে। সন্ধ্যার পর হালকা বৃষ্টির মুখ দেখল কলকাতা বাসি। দীর্ঘ তাপপ্রবাহের পর সোমবার সন্ধ্যায় বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয় কলকাতা শহর জুড়ে।
তাপপ্রবাহে পেতে থাকা ভূমিষ্ঠ থেকে গরম হাওয়া তো শুরু করে বৃষ্টির জলে। অন্যদিকে জেলায় জেলায় সঙ্গে থেকেই শুরু হয় ঝড়-বৃষ্টি।অপেক্ষার অবসান। অবশেষে স্বস্তির বৃষ্টি নেমে এলো ঝাড়গ্রাম জেলা জুড়ে। গত কয়েকদিন ঝাড়গ্রাম জেলা জুড়ে তীব্র গরমে নাজেহাল হয়েছিল সাধারণ মানুষ। এবার তা থেকে মুক্তি পেল জঙ্গলমহল তথা জেলাবাসী। গত বেশ কয়েকদিন ধরে গরমে ভুগছিলেন সাধারণ মানুষ। বৃষ্টির দেখা মিল ছিল না। ফলে গরমের দাপট আরো বাড়ছিল। কবে বৃষ্টি হবে তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে ছিলেন সাধারণ মানুষ। তবে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল সোমবার তুমুল বৃষ্টি হতে পারে জঙ্গলমহলের একাধিক জেলায়। আর ঠিক সেই মতো সোমবার সন্ধ্যা নাগাদ ঝড়ো হওয়ার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো ঝাড়গ্রাম জেলা জুড়ে।
ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বাতাস বইছিল জেলায়। ঝাড়গ্রামের, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর সহ সমস্ত জেলায় এই মুহূর্তে তুমুল বৃষ্টি চলছে। একটানা এই গরমের থেকে এবার মুক্তি পেলেন জেলা বাসি।