এদিন এই সন্দেশখালির মহিলারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন:- সন্দেশখালি থেকে আমরা এখানে এসেছি আমাদের সন্দেশখালির উপর যে অত্যাচার হয়েছে নারী নির্যাতন হয়েছে সেই কথাটা তুলে ধরার জন্যই আমাদের বীরভূমে আসা।
তিনি এদিন আরও বলেন যখনই ইলেকশন আসতো অনুব্রতর গড়ে উনি বলতেন ভোটের পরে নকুলদানা দেওয়া হবে এবং গুড় বাতাসা দেওয়া,শুটিয়ে লাল করে দেওয়া হবে সে জায়গায় তিনি এখন তিহার জেলে।
শাহজাহান যে নারী নির্যাতন করেছেন তিনিও জেলে উনি ও তিহারে যাবেন, ওনাদের প্রসঙ্গে আমি কোন মন্তব্য করতে চাই না।
বীরভূমের প্রত্যেকটি মহিলাকে এভাবেই যেন তৃণমূলের আশ্রিত দুষ্কীদের ওপরে গর্জে ওঠে সেই আবেদন বীরভূমের মহিলাদের প্রতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আর মহিলারাই এই মুখ্যমন্ত্রী কে উৎখাত করে ছাড়বে, যতক্ষণ না তৃণমূল এই সরকার থেকে উৎখাত হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন সন্দেশখালীর নির্যাতিত মহিলারা। এবং বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি নির্বিঘ্নে জয়লাভ করবে এই আশা রাখছেন সন্দেশখালির নির্যাতিত মহিলারা।