প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। রবিবার দুপুরের এই ঘটনায় ভাঙড়ের পোলেরহাটের অনন্তপুরে ব্যাপক উত্তেজনা। দাহ্য পদার্থ মজুত থাকায় কারখানা সংলগ্ন আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে। পোলেরহাট থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তবে এখনও ঘটনাস্থলে পৌঁছয়নি দমকল। তাই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
ওই কারখানাটিতে সবজি রাখার প্লাস্টিকের ট্রে তৈরি হয়। রবিবার দুপুর ২টো নাগাদ ওই কারখানাটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন কারখানা লাগোয়া আশপাশের বেশ কয়েকটি বাড়ি এবং দোকানে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পোলেরহাট থানায়। জানানো হয় দমকলকেও। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। তবে বেশ কিছুক্ষণ কেটে গেলেও দমকল পৌঁছয়নি। তাই উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
তবে উত্তেজিত জনতাকে সামাল দেয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। কীভাবে ওই কারখানাটিতে আগুন লেগে গেল, তা এখনও স্বাভাবিক নয়। শর্ট সার্কিট নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। প্লাস্টিকের ট্রে তৈরির কারখানায় নানারকম দাহ্য পদার্থ মজুত ছিল। প্রচণ্ড গরমে তাতে আগুন লাগতে পারে বলেও মনে করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখছে পোলেরহাট থানার পুলিশ।