নির্ধারিত সময় ৬৯ দিনের মাথায় এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৫৫ হাজার, এবারে মোট ৫৮ জন মেধা তালিকায় নাম এসেছে হুগলি জেলা ৫৮ জনের মধ্যে ১৩ জন হুগলি জেল বাকি অন্যান্য জেলায়। সারা বাংলায় মেয়েদের মধ্যে এবার প্রথম এবং চতুর্থ স্থান পেয়েছেন হুগলি, কৃষ্ণভবানী নারীশিক্ষা মন্দিরের স্নেহা ঘোষ তার প্রাপ্ত নম্বর ৪৯৩, ইকো সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন, ভবিষ্যতে ইকোনমিক্স এর ওপর পড়াশোনা করতে চাই।
পড়াশোনার বাইরে বিশেষ খেলাধুলা করতো চেকার্স ও সিনেমা ও গান শুনতে ভালোবাসতেন. এবং তারই বড় বোন শোয়া ঘোষ মেধা তালিকায় ১০তম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ৪৮৭। তিনিও একই সাবজেক্টের উপরে পড়াশোনা করেছেন এবং ভবিষ্যতে একই সাবজেক্টে পড়াশোনা করতে চাই, প্রথমে চন্দননগর সেন্ট অ্যান্টনি হাই স্কুলে পড়াশোনা করেছে কেজি ওয়ান থেকে কেজি তো দশম ক্লাস পর্যন্ত এবং মাধ্যমিক দেওয়ার পর তারা ভর্তি হয় এই কৃষ্ণ ভবানী নারী শিক্ষা বিদ্যামন্দিরে, স্কুলের বিশেষ দের থেকে প্রচুর সাহায্য পেয়েছে এছাড়া প্রাইভেট টিউটর ছিল সব সাবজেক্টের উপর। বাবা মা সব সময় তাদের পাশে থাকার বার্তা দিয়েছে ভবিষ্যতেও একইভাবে তাদের পাশে দাঁড়াবে।