নদীয়ার কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল এবং বিজেপিকে এক জোটে আগমন করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত জোট প্রার্থী এসএম সাদির সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন মোহাম্মদ সেলিম।
কৃষ্ণনগর কদমতলা ঘাট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। কৃষ্ণনগরের প্রতিটি রাস্তায় মিছিল করেন তারা। এদিন প্রার্থীকে নিয়ে প্রচারে সিপিআইএম ও কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মোঃ সেলিম। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কি বাধা রয়েছে আরএসএসের হেডকোয়ার্টারে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল। তার কারণ বিজেপির টাকাতেই এই তৃণমূল দলটা তৈরি হয়েছিল। আমাদের স্পষ্টবার্তা আমরা নেতা চাই না নীতি চাই। মানুষের কাজের স্বার্থে আমরা লড়াই করছি। সেই কারণেই আমরা প্রচার করছি বিজেপি ও তৃণমূল বিরোধী সবাই একজোট হোন। আর এ লড়াইয়ে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি গোটা রাজ্য জুড়ে।